ডেট্রয়েট, ২ জানুয়ারি : গ্র্যান্ড রিভার অ্যাভিনিউ সংলগ্ন ইন্টারস্টেট–৭৫ (আই-৭৫) ফ্রিওয়েতে নববর্ষের আগের রাতে সংঘটিত একটি সম্ভাব্য গুলির ঘটনার তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ডিসপ্যাচাররা একটি ফোনকল পান, যেখানে আই-৭৫-এ গুলির ঘটনার আশঙ্কার কথা জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে টহল পুলিশ একটি গাড়ি দেখতে পায়, যার চালকের পাশের পেছনের দরজায় দুটি গুলির ছিদ্র ছিল।
পুলিশের সঙ্গে কথা বলা গাড়ির চালক জানান, ঘটনার সময় তিনি গ্র্যান্ড রিভারের কাছে ফ্রিওয়ে ধরে দক্ষিণমুখী যাচ্ছিলেন। তার ভাষ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি একটি গাঢ় রঙের ডজ এসইউভি গাড়িতে ছিলেন। ঘটনার পর স্টেট ট্রুপাররা নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকার ফ্রিওয়ে বন্ধ করে দেয় এবং আলামত সংগ্রহ করে।
মিশিগান স্টেট পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ শুক্রবার এক বিবৃতিতে বলেন, “এই তদন্ত এখনো চলমান। ট্রুপাররা আলামত সংগ্রহ করছে, গুলির ঘটনার উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে এবং আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।” তিনি এ ঘটনাসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে মিশিগান স্টেট পুলিশ 1 (855) MICH-TIP অথবা ক্রাইম স্টপার্সে 1 (800) SPEAK-UP নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :