ওয়ারেন, ৪ জানুয়ারি : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিশিগান বাংলা প্রেসক্লাব। রোববার পত্রিকায় প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক তোফায়েল রেজা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মিশিগান বাংলা প্রেস ক্লাব মরহুমার রূহের মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৮০ বছর।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :