ঢাকা, ৫ জানুয়ারি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তাঁর প্রথম রাজনৈতিক সফর শুরু করতে যাচ্ছেন। দলের একাধিক সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তাঁর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই শীর্ষ নেতা বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তারেক রহমানের মনোনয়নপত্র পর্যালোচনা করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে সেটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
দলীয় সূত্র জানায়, বগুড়া সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। এ কারণে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে বিশেষ পারিবারিক ও আবেগঘন যোগসূত্র।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :