গতকাল রোববার ডেট্রয়েটের ম্যাকনামারা ফেডারেল ভবনের বাইরে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ডেট্রয়েট অ্যান্টি-ওয়ার কমিটি ও ফ্রিডম রোড সোশ্যালিস্ট অর্গানাইজেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়/Photo : Robin Buckson, The Detroit News
ডেট্রয়েট, ৫ জানুয়ারি : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের প্রতিবাদে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী কর্মীরা বিক্ষোভ করেছেন। শনিবার বিক্ষোভকারীরা “যুদ্ধ নয়” লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে “ভিভা ভেনেজুয়েলা” স্লোগান দেন।
ডেট্রয়েট অ্যান্টি-ওয়ার কমিটি, ফ্রিডম রোড সোশ্যালিস্ট অর্গানাইজেশনসহ কয়েকটি সংগঠন ভেনেজুয়েলা বিষয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের নিন্দা জানিয়ে রোববার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করে। ডেট্রয়েটের ম্যাকনামারা ফেডারেল ভবনের বাইরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেট্রয়েট অ্যান্টি-ওয়ার কমিটির শিক্ষা বিভাগের চেয়ারম্যান জো পিকো বলেন, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
তিনি বলেন, “আমরা ট্রাম্পকে দেখাতে চাই যে তাঁর যুদ্ধমুখী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা আর কোনো যুদ্ধ চাই না। অন্তহীন যুদ্ধ, তেলের জন্য যুদ্ধ এবং মানুষের প্রাণহানি—এসবের বিরুদ্ধে আমরা ক্লান্ত ও ক্ষুব্ধ।”
জো পিকো আরও বলেন, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র দেশটিকে নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতে বাধ্য করতে চায়, যার বিরোধিতা করে ডেট্রয়েট অ্যান্টি-ওয়ার কমিটি।
তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সব ধরনের যুদ্ধ, সামরিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করি। এগুলো এমন কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। ইরাক, আফগানিস্তান এমনকি ফিলিস্তিনের ক্ষেত্রেও আমরা এর পুনরাবৃত্তি দেখেছি।”
এ বিষয়ে মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও অঙ্গরাজ্যের সিনেটর জিম রুনেস্টাড বলেন, তিনি এই বিক্ষোভের বিষয়ে অবগত নন এবং এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
