ওয়ারেন, ৫ জানুয়ারি: বাংলাদেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও “ডেমোক্রেসির মাদার” প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মিশিগান বিএনপি শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের পরিচালনা করেন আল-ইহসান ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ আফজাল চৌধুরী এবং হাফিজ রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশনেত্রী হিসেবে তাঁর অবদানের ইতিবাচক দিক তুলে ধরে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনাও করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম তুহিন, সাবেক উপদেষ্টা খন্দকার ইউছুফ কামাল, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান আবু হুরায়রা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, এনাম আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী, কামরুজ্জামান, জামাল উদ্দিন, কামাল আবেদীন, হেলাল আবেদীন, নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, শাহাদাত হোসেন, ফয়জুল ইসলাম, মাহদী, ফাহাদ সহ মিশিগান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে সিন্নি বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কামরুজ্জামান হেলাল :