কার্ডিফ, ৫ জানুয়ারি : ম্যানচেস্টার–সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের প্রতিবাদে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন গতকাল রোববার রাত ১১টায় কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে সভা করেছে।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শহর থেকে আগত কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধি, এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্ত প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।
মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণকে অযুহাত দেখিয়ে ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রবাসীদের জন্য আত্মঘাতী প্রভাব ফেলবে। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্লাইট পুনঃচালুর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনার জন্য সরকার চাইলে ভাড়া করা বিমান ব্যবহার করতে পারে। তবে বর্তমান সরকার কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে সমস্যার সৃষ্টি করেছে। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেছেন।
এছাড়া সভায় সিলেট ওসমানী বিমান বন্দরের আন্তর্জাতিক মান নিশ্চিত করার এবং অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর দাবি তোলা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

শেখ নুরুল ইসলাম :