ডেট্রয়েট, ৫ জানুয়ারি : শহরের পশ্চিমাঞ্চলে রবিবার ভোরে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত এবং অপর একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে।
ডেট্রয়েট পুলিশ জানায়, রবিবার ভোর আনুমানিক ১টার দিকে গ্রিনফিল্ড রোডের কাছে গ্র্যান্ড রিভার অ্যাভিনিউয়ের ১৫৯০০ ব্লকের একটি স্থানে গুলি ও ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত এবং অপর একজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি ‘চিটাস নেফারতিতি বার’ নামের একটি প্রতিষ্ঠানে ঘটেছে।
ঘটনা বা সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিট (৩১৩) ৫৯৬-২২৬০, ক্রাইম স্টপার্স 1-800-SPEAK-UP এর এই নম্বরে ফোন করতে অথবা DetroitRewards.TV ওয়েবসাইটে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :