যশোর, ৫ জানুয়ারি : যশোরের মনিরামপুরে সোমবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে গুলি ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী (৪৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রানা প্রতাপ বৈরাগী মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে ডেকে হাসপাতালের পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর সাত রাউন্ড গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারীতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে একটি বরফকল ফ্যাক্টরির মালিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার এবং প্রতিপক্ষ চরমপন্থী সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আকতার ফারুক মিন্টু বলেন, “সন্ধ্যায় কপালিয়া বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। রানা প্রতাপ আগে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি ব্যবসা করছিলেন।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান। ওসি রজিউল্লাহ খান বলেন, “রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও দুষ্কৃতকারীদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।”
এদিকে স্থানীয় কিছু সূত্র জানায়, রানা প্রতাপ বৈরাগী এলাকায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় তিনি চরমপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। এসব কারণেই প্রতিপক্ষ চরমপন্থী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :