রংপুর, ৬ জানুয়ারি : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু–এর পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে তিনদিনব্যাপী মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র থের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. আবু সায়েম।
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এ সময় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চলতি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, ঢাকা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্টের পরিচালক এ্যানি চৌধুরী এবং সিলেট থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মো: সফিউল ইসলাম (সমন্বয়) উদোক্তা, মিলেনিয়ালস মাশরুম, মো: মেহেদী হাছান উদোক্তা, টেস্টি মাশরুম রংপুর, মো: আব্দুল মালেক উদোক্তা, ভার্মিকম্পোস্ট। অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল'র সকল সদস্যবৃন্দ।
সমাপনী দিন ৮ জানুয়ারি প্রশিক্ষণ প্রাপ্তদের মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ ও সার্টিফিকেট প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :