আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরিয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত কারাগারে যৌন অসদাচারের অভিযোগে প্রাক্তন কারা কর্মকর্তা অভিযুক্ত ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প
মার্চ ফর ইনসাফ

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৯:০০ পূর্বাহ্ন
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা
পোর্টসমাউথ, ৭ জানুয়ারি : ইনকিলাব মঞ্চ ইউকের আয়োজনে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন “মার্চ ফর ইনসাফ” আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার, নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। সফরকালে যুক্তরাজ্যের প্রায় ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা ও কমিউনিটির স্থানীয় প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়।
মঙ্গলবার লন্ডন থেকে যাত্রা শুরু করে প্রথম দিনে পোর্টসমাউথে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর ব্রিস্টল ও কার্ডিফে স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে ব্রিস্টল, বার্মিংহাম, লেস্টার, নটিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, ব্ল্যাকবার্ন, ব্রাডফোর্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড এবং সবশেষে এডিনবরায় সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ‌ সমাপ্ত হয়।
প্রতিটি সমাবেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।
মার্চ চলাকালীন সময়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের চালানো নির্যাতন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
শনিবার এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদল লন্ডনে ফিরে এসে সোমবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। লন্ডনের অসবোন স্ট্রিটের সুইট হার্ট এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আয়োজকেরা জাতীয় ক্যাম্পেইনের সারসংক্ষেপ, বিভিন্ন শহরের জনসাধারণের প্রতিক্রিয়া এবং প্রবাসী কমিউনিটির পাঠানো বার্তাগুলো তুলে ধরেন। একই সঙ্গে প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহবায়ক মুজাহিদ রিয়াজ বলেন, ইনক্লাব মঞ্চ ইউকে সূচনা লগ্ন থেকে মূলধারার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসন রুখতে শহীদ ওসমান হাদি যে কর্মসূচি চালু করে গিয়েছেন, তার সে আন্দোলন ও সংগ্রাম বিশ্বব্যাপী অব্যাহতভাবে চলমান থাকবে। 
ইনক্লাব মোচ ইউকের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, আমাদের এই যাত্রা এখানেই শেষ নয় এটি সূচনা মাত্র আগামীতে আমরা আরও বড় বড় কর্মসূচি পালনের মাধ্যমে ওসমান হাদির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাজ্য জুড়ে শেষ হওয়া রোডমার্চের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইনক্লাব মঞ্চ ইউকের সদস্য আইটি বিশেষজ্ঞ আব্দুল বাসিত এর অবদান কে স্মরণ করে বলেন, পুরো সফরে তিনি অর্থ, সময় ও দীর্ঘ পথ গাড়ি চালিয়ে সময় মত প্রত্যেকটি শহরে দলটিকে নিয়ে পৌঁছে গেছেন যা ইনকাম মঞ্চের এ যাত্রাকে সফল করতে অন্যতম সহায়ক এর ভূমিকা পালন করেছেন। এভাবেই ইনক্লাব মঞ্চের প্রতিটি মানুষ এগিয়ে এসেছে যার যার সামর্থ্য নিয়ে। 
মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন, “মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষ হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইনকিলাব মঞ্চ ইউকের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও নতুন ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকেরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে চার ধর্মগ্রন্থে হাত রেখে সুব্রত চৌধুরীর শপথ

আটলান্টিক সিটিতে চার ধর্মগ্রন্থে হাত রেখে সুব্রত চৌধুরীর শপথ