আমেরিকা , শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ , ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ আগামী সপ্তাহে ডেট্রয়েট  ইকোনমিক ক্লাবের মঞ্চে  ট্রাম্পের ভাষণ স্টার্লিং হাইটসে পার্টিতে গোলাগুলি: ৫ জন আহত অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাঁধে ঢাকার দায়িত্ব ডেট্রয়েটে আইসিই কার্যক্রমে সীমাবদ্ধতা চান কাউন্সিলর সান্তিয়াগো-রোমেরো হার্পার উডসে গুলিতে একজন নিহত, প্রেমিক গুরুতর আহত প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ মিনেসোটায় হত্যার প্রতিবাদে ডেট্রয়েটে বিক্ষোভ ওরিয়ন টাউনশিপের ক্রোগার দোকান ইঁদুরের কারণে সাময়িক বন্ধ ওয়ারেনের এক যুবক পন্টিয়াকে গুলিতে নিহত মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু শরিয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত কারাগারে যৌন অসদাচারের অভিযোগে প্রাক্তন কারা কর্মকর্তা অভিযুক্ত ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি

ঝড় তোলা রানে ম্যাচ ছিনিয়ে নিলেন মঈন আলী, হারল ঢাকা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৬:৪১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৬:৪১:৩৩ অপরাহ্ন
ঝড় তোলা রানে ম্যাচ ছিনিয়ে নিলেন মঈন আলী, হারল ঢাকা
সিলেট, ৮ জানুয়ারি : আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। ৬ ওভারের পাওয়ারপ্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স, যা ম্যাচে তাদের শক্ত ভিত গড়ে দেয়।
পাওয়ারপ্লে শেষ হতেই ভাঙে সিলেটের ওপেনিং জুটি। তাওফিক খান ২১ বলে ১৭ রান করে ফিরে যান। পরের ওভারেই থামেন ভালো খেলতে থাকা পারভেজ হোসেন ইমন। তিনি ২৪ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলেন। চারে নামা আফিফ হোসেন ধ্রুব প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র ৯ বলে ৬ রান করে বিদায় নেন তিনি।
আফিফের বিদায়ের পর ক্রিজে জুটি গড়েন আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের দায়িত্বশীল ও কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে সিলেটের ইনিংস। তবে একই ওভারে দুজনই সাজঘরে ফেরেন। আরিফুল ইসলাম ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন, আর আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ঝরঝরে ক্যামিও উপহার দেন।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সিলেটের ‘জামাই’ মঈন আলী। তার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১৯তম ওভার থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। ওই ওভারেই ২৮ রান তুলে নেন মঈন। শেষ ওভারে ৮ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি।
তবে শেষ মুহূর্তে ইথান ব্রুকস ও মেহেদী হাসান মিরাজের কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে স্বাগতিকরা। শেষ ওভারে আসে প্রয়োজনীয় রান। মেহেদী হাসান মিরাজ ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন, আর ইথান ব্রুকস ৪ বলে ৯ রান করে মাঠ ছাড়েন অপরাজিত থেকে।  ঢাকা ক্যাপিটালসের হয়ে জিয়াউর রহমান সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় ঢাকা ক্যাপিটালস। বেশি আগ্রাসী ছিলেন মামুন। পাওয়ারপ্লের ফায়দা লুটে তুলেছেন রান। ওপেনিং জুটি থেকে চলে আসে ৫৬ রান। ১১ বলে ২৪ রান করে বিদায় নেন মামুন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান নেয় সিলেট। শুরুটা ভালো হলেও জয়ের দেখা পায়নি ঢাকা। 
তিনে নেমে এদিন সুবিধা করতে পারেননি আগের ম্যাচে ঢাকার জয়ের নায়ক নাসির হোসেন। ৭ বলে ৩ রান করে বিদায় নেন নাসির। চারে নামা শামীম হোসেন পাটোয়ারীও সুবিধা করতে পারেননি। ৪ বলে ১ রান করে বিদায় নিয়েছেন শামীম। এরপর ক্রিজে আসেন সাইফ হাসান। গুরবাজের সাথে জুটি বেঁধে এগিয়েছেন সাইফ। কিছুটা উজ্জ্বল মনে হচ্ছিল সাইফকে।
গুরবাজ এগিয়েছেন ধীর ব্যাটিংয়ে। ফিফটি ছুঁয়েছেন। তবে সেই ফিফটি কতটা দলের কাজে লেগেছে তা নিয়ে শঙ্কা আছে। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান গুরবাজ।
গুরবাজের বিদায়ের পর থেকে ধুঁকেছে ঢাকা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট তুলে ঢাকাকে চাপে রাখেন সিলেটের বোলাররা। মাঝে সাইফ হাসান ১৪ বলে ২২ রান করেছেন। ইমাদ ওয়াসিম ৮ বলে করেন ১২ রান।
শেষ দিকে সাব্বির রহমানের ১৬ বলে ২৫ রানের হার না মানা ইনিংসে ঢাকার হারের ব্যবধান কমেছে। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রান তুলে থেমেছে ঢাকা। ২০ রানে জয়লাভ করেছে সিলেট। 
সিলেটের হয়ে ৩ উইকেট নেন সালমান ইরশাদ। ২ উইকেট নিয়েছেন মঈন আলী। ১টি করে উইকেট তুলেছেন রুয়েল মিয়াহ, আজমতউল্লাহ ওমরজাই এবং নাসুম আহমেদ। দিনের প্রথম খেলায় নোয়াখালীকে হারিয়ে রাজশাহী ৪ উইকেট জয়লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই

নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই