আটলান্টিক সিটি, ১৫ জানুয়ারি : নিউজার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি, মঙ্গলবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল । সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় জাকিরুল ইসলাম খোকা, জহিরুল ইসলাম সেন্টু, সুব্রত চৌধুরী,মোঃ জাহিদ, মোঃ সিরাজ, মনিরুজ্জামান মনির, মোঃ আইয়ুব, বেলাল উদ্দিন, মোঃ ইকবাল প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন ।
সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাধারণ সদস্যরা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়। সভা শেষে বিএএসজে সভাপতিসহ সংগঠনের কয়েকজন কর্মকর্তার জন্মদিন কেক কেটে উদযাপন করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :