চট্টগ্রাম, ১৮ জানুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বৌদ্ধতত্ত্ববিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সংবর্ধনা অনুষ্ঠান শনিবার, ১৭ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ, শ্রীলংকার রাষ্ট্রদূত মি. ধর্মপালা উইরিকোডে, পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের এবং বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মুদিতাপাল থের।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজীব কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশ থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :