আমেরিকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইফুল হত্যা : চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন শীতের তীব্রতায় সতর্ক মিশিগান, উষ্ণ আশ্রয় কেন্দ্র চালু বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩ ওকল্যান্ড কাউন্টিতে হরিণ নিধনের পরিকল্পনা মার্কিন স্বপ্নে বড় ধাক্কা : বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ সাশ্রয়ী খরচ শুরু! বিমানের টিকিট, হোটেল ভাড়া ও  সেলফোনের দাম কমছে : ট্রাম্প ট্রাম্পের ডেট্রয়েট সফর : ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা মিশিগানে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা : ‘অর্থনৈতিক উত্থান’ ফোর্ড কারখানায় কটূক্তির জবাবে ট্রাম্পের গালি মিশিগানে ফ্লু পরিস্থিতি উদ্বেগজনক, ওয়েইন কাউন্টিতে সংক্রমণ তুঙ্গে ডেট্রয়েটে মানব পাচার প্রতিরোধে হোটেল-মোটেলে হেল্পলাইন সাইনবোর্ড স্থাপন টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে মট কমিউনিটি কলেজ ক্যাম্পাসে গুলিতে একজন আহত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট
শাহেদ সভাপতি, বাছির সেক্রেটারি, কাসেম ট্রেজারার

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত
লন্ডন, ১৯ জানুয়ারি : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্ট-এর যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রা-র ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪-এর সাব-এডিটর আব্দুল বাছির।
গতকাল ১৮ জানুয়ারি, রবিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম ২০২৫) অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমস-এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি, ইকরা বাংলা টিভি-এর উপস্থাপক মিজানুর রহমান মীরু।
এজিএম শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম শুরু হয়। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ। কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে সকল সদস্যের উপস্থিতিতে ভোট গণনা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন উপলক্ষে পূর্ব লন্ডনের ওই হলরুমটি সাংবাদিক ও সুধীসমাজের বিশিষ্টজনদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুলাই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো সংগঠনের কার্যকরী কমিটি গঠনে নির্বাচন প্রথা চালু হলো, যা সংগঠনের গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
কার্যকরি কমিটি ২০২৬ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি এবং সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। জেনারেল সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছে লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির (প্রাপ্ত ভোট ৪২), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা, (তার প্রাপ্ত ভোট  ৪৯ ), ভাইস প্রেসিডেন্ট পদে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন ভাটির কণ্ঠের সম্পাদক ও সুনামগঞ্জ বার্তার রিপোর্টার ইমদাদুন খানম (প্রাপ্ত ভোট ৩০) এবং বিশ্ববাংলা নিউজ২৪-এর চেয়ারম্যান সাহেদা রহমান (প্রাপ্ত ভোট ২৬)। এসিসটেন্ট সেক্রেটারী ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। তারা হলেন চ্যানেল এনআরবি ইউকে এর চিপ এডিটর, দৈনিক হবিগন্জ এক্সপ্রেস লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিশিগান এর ইউকে প্রতিনিধি এ রহমান অলি (প্রাপ্ত ভোট ৫৪), রেড টাইমস এর আসমা মতিন, (প্রাপ্ত ৩৯), অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী প্রার্থী ছিলেন ২জন। বিজয়ী হয়েছেন বাংলা ভিউ এর রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি (তার প্রাপ্ত ভোট ৩১), নিকটতম  প্রতিদ্বন্দ্বি ছিলেন-লন্ডন বাংলা পোস্টের সম্পাদক ও ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের রিপোর্টার মিসবাউল হক (তার প্রাপ্ত ভোট ২৪) । 
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো যারা নির্বাচিত হয়েছেন। ট্রেজারার নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম। এসিসটেন্ট ট্রেজারার দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থী নির্বাচনপূর্বে প্রার্থিতা প্রত্যাহার করায় আনোয়ারুল হক শাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য কোনো প্রার্থী না থাকায় মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডায়াল সিলেটের সম্পাদক ও প্রকাশক সুহেল আহমদ। একইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার। 
ইসি মেম্বার পদে তিনজন নির্বাচিত হন। তারা হলেন- সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর ড. আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির অধ্যাপক মো. সাজিদুর রহমান এবং ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু। উল্লেখ্য, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ খ্রিস্টাব্দের ইসি কমিটির এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২১ জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে মোট ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রবিবার বিকেলে আনন্দঘন পরিবেশে নির্বাচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি, বাংলা মিরর নিউজ-এর বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্ট-এর যুক্তরাজ্য প্রতিনিধি, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাসী থেকে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং প্রকৃত সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রেট ব্রিটেনে একটি সুন্দর ও শান্তিময় সমাজ বিনির্মাণে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, সংবাদপত্রে কর্মরত প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হয়েছেন এবং হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এই নির্যাতন একটি বৈশ্বিক সমস্যা হলেও বিশেষ করে বাংলাদেশে সাংবাদিকদের ওপর চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান তিনি।
অধ্যক্ষ শাহেদ রাহমান বলেন, সংবাদপত্র প্রকৃত অর্থেই ‘ফোর্থ স্টেট’—এই ধারণা শতাব্দীপ্রাচীন এবং নতুন কিছু নয়। চলমান জীবনে সংবাদপত্রের গুরুত্ব অপরিহার্য। সংবাদপত্র পৃথিবীকে মানুষের মুঠোয় এনে দিয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ, মানবাধিকার উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণে সাংবাদিকতা ও সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। গণতন্ত্রকে সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করতে সংবাদমাধ্যমের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনি জনসভা নিয়ে রুমিন ফারহানা তলব

নির্বাচনি জনসভা নিয়ে রুমিন ফারহানা তলব