আটলান্টিক সিটি, ৩০ জানুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৯ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিনামূল্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবিক সমাজ গড়ার লক্ষ্যেই এই প্রয়াস বলে জানান বিএএসজের কর্মকর্তারা।কমিউনিটির মানবিক বোধসম্পন্ন মানুষদের এধ রনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য তাঁরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। ভবিষ্যতেও তাদের এধরনের মহতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন শাহরিয়ার আহমেদ, বেলাল উদ্দিন, মনিরুজ্জামান মনির, মোমিনুল হক মামুন, মোঃ শাহ মাহমুদ, রফিকুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :