আমেরিকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ধীর অভিবাসন সত্ত্বেও মিশিগানে জনসংখ্যা বৃদ্ধি গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি যুক্তরাষ্ট্রের বাজারে ২০% শুল্কে ছাড় পেতে পারে বাংলাদেশ চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:২৮:১৭ অপরাহ্ন
যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান
ঢাকা, ৩১ জানুয়ারি : যারা বছরের পর বছর নিজেরাই উধাও ছিলেন, তারাই আজ মজলুমদের ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ আখ্যা দিচ্ছেন—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এসব বাদ দিন, আগে সমালোচনার আয়নায় নিজের চেহারা দেখুন।” শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে শাক্তা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা নিজেরাই গুপ্ত হয়ে বছরের পর বছর উধাও ছিল, তারাই আজ মজলুমদের বলে—তারা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে তাকাই—এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখুন, অন্যের চেহারা দেখে কোনো লাভ নাই।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে কাজ করতে গেলে যারা মা-বোনদের কাপড় খুলে দেওয়ার হুমকি দেয়, তারা আসলে মানুষ নয়। আল্লাহ না করুন—তারা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে দেশের পরিবেশ কী হবে, একবার ভেবে দেখুন। মা-বোনেরা ঐক্যবদ্ধ হয়েছেন—আগামী ১২ তারিখেই তার ফল দেখা যাবে।”
জুলাই গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “জুলাই স্মৃতি জাদুঘরে স্বৈরাচারের আয়না ঘরের অনেক প্রটোটাইপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সেখানে গিয়ে দেখা উচিত—মানুষের ওপর জুলুম করলে পরিণতি কী হয়, সেখান থেকেই শিক্ষা নেওয়া দরকার।”
একটি দল জুলাইকে স্বীকৃতি না দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম তারা জুলাইকে সম্মান করবে। কিন্তু বাস্তবে শহীদ পরিবারের সদস্যদের অসম্মান করা হয়েছে, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি, দুর্নীতি, নিরীহ মানুষের জমি দখল, মামলা-বাণিজ্য বা মায়ের গায়ে হাত দেওয়া হতে পারে না। এসব কখনোই জুলাই চেতনার সঙ্গে যায় না।”
জুলাই সনদ ও সংস্কার বিষয়ে গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদ ও সংস্কারের জন্য গণভোটে তারা আমাদের সামনে আগাতে দেয়নি। পরে যখন জনগণ চাপ দিয়েছে, তখন গতকাল থেকে তারা গণভোটের কথা বলা শুরু করেছে। জুলাই না হলে ২০২৬ সালে কিসের নির্বাচন? জুলাই না হলে তো ২০২৯ সালেও ফ্যাসিবাদের অধীনেই নির্বাচন হতো। একদিকে ’২৬ সালে নির্বাচন চাইবে, আর অন্যদিকে জুলাই মানবে না—এটা হতে পারে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু