ওয়ারেন, ০২ জুন : মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের এ যাবত কালের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার দুইদিন ব্যাপি এই টুর্নামেন্ট হয়। এতে বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়দের পাশাপাশি চিন, জাপান, ইন্ডিয়ান এবং কুরিয়ান কমিউনিটির খেলোয়াড়রা অংশ নেন। এছাড়াও আটলান্টা, জর্জিয়া, শিকাগো স্টেট থেকে আসা বাংলাদেশি-আমেরিকান খেলোয়াড় টুর্নামেন্ট অংশ নিয়েছেন।
ওয়ারেন অ্যাথিল্যাক্স কমপ্লেক্সে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব মিশিগানের তত্ত্বাবধানে মাসুম রিয়েল এস্টেট গ্রুপ এই টুর্নামেন্টর আয়োজন করে। টুর্নামেন্ট বিভিন্ন কমিউনিটির খেলোড়ারদের অংশগ্রহণে রূপ নেয় এক সম্প্রীতির বন্ধনে।
আয়োজকরা জানিয়েছেন, ৩৬ টিমে ৭২ জন খেলোয়াড় ৩টি ডিভিশনে খেলেছেন। প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছেন খালেদ/মঙ্গল জুটি। অ্যাডভান্স ডিভিশনে ইমরান/সাইনুল এবং ইন্টারমিডিয়েট ডিভিশনে সজিব/রেজুওয়ান জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।
ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। খেলা দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মাসুম রিয়েল এস্টেট গ্রুপের কর্ণধার মাসুম আহমেদ বলেছেন, এই টুর্নামেন্টে দর্শকরা দারুণ এনজয় উপভোগ করেছেন। আগামীতে আরও বৃহত্তর পরিসরে টুর্নামেন্টের আয়োজন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan