ওয়ারেন, ০৪ জুন : মিশিগানে দুষ্টু লোকদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ওয়ারেন অ্যাথেলেটিক ক্লাবে সবস্তরের ক্রীড়ামোদীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিভিন্ন টিমের খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্বরা প্রতিবাদ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি থেকে মিশিগানের ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের নিয়ে মিথ্যাছাড় ও মানহানিকর পোস্ট করছে। কমিউনিটির কিছু দুস্কৃতিকারী ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যাছাড় ও অপকর্ম করছে। এছাড়া কয়েকটি পরিচিত পেজের অ্যাডমিনরা যাচাই-বাচাই না করে ভুয়া আইডির পোস্ট অ্যাপ্র্রোভ করে দুস্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে। এটি অত্যন্ত দু:খজনক। অথচ তরুণ প্রজন্মকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখার পাশাপাশি কমিউনিটির সেবায় ভূমিকা রাখছে ক্রীড়া সংগঠনগুলো। খেলাধুলার বিরুদ্ধে অপ্রচারে বিরত থাকার আহবান জানান বক্তারা। অন্যতায় আইনী আশ্রয়ের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দেবেন তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্রীড়াব্যক্তিত্ব ফয়সল আহমেদ, আহাদ আহমেদ, শেখর দেব জয়, মাসুম আহমেদসহ অনেকে।
বক্তারা আরও বলেন, মিশিগানে বাংলাদেশি বিভিন্ন নামে প্রায় অর্ধশতাধিক ভূয়া আইডি খোলা রয়েছে। এসব ফেক আইডি দ্বারা কমিউনিটির কিছু ভালো কাজ বিতর্কিত করার পাশাপাশি অনেক সময় বিরুপ পরিস্থিতির মুখোমুখি হন ভালো মানুষেরা। ভুয়া আইডির হুতাদের তীব্র ঘৃণা ও ধিক্কার জানান তারা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan