হ্যামট্রাম্যাক, ০৫ জুন : হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের এক সাধারণ সভা গতকাল বিকেলে আলাদিন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শেখ মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আগামী ২৭ আগষ্ট ওয়ারেন সিটির হলমিচ পার্কে এসোসিয়েশন বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, আলী আকবর খান, শামীম আহছান, মীজান মিয়া জসীম, তোফায়েল রেজা সোহেল, বিপ্লব চন্দ্র রায়, মাহফুজুর রহমান শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন চিন্ময় আচার্য্য, মঈন উদ্দিন আহমদ চৌধুরী সাম্মু, মো: গোলাম আজম. মো: লুৎফুর রহমান সেলু, আলতাফ হোসেন, মিনহাজ উদ্দীন, মো: মহসিন তালুকদার টিপু, মো: ছায়েদুল হক, মো: আব্দুল জব্বার, মোহাম্মদ আলী আজগর, মো: আয়াত আলী, ওয়াহিদুজ্জামান, মো: আব্দুস ছোবহান, মো: ইকবাল হোসেন, মো: জিয়া উদ্দিন, নিপলু রহমান, ওবায়দুল মান্নান, হেলাল আহমদ, মো: নূর মিয়া প্রমুখ।
সভায় বার্ষিক বনভোজন ও মিলনমেলা সুন্দর ও সফল করার লক্ষে মঈন উদ্দিন আহমদ চৌধুরী সাম্মুকে আহ্বায়ক ও বিপ্লব চন্দ্র রায়কে সদস্য সচিব করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে একেকজন দায়িত্বশীলকে একেকেটি বিভাগের নির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেয়া হয়। বনভোজনের চাঁদা ১শ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়াও হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নামে ২০ টি কবরস্থান কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বছরের শুরুতে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা কবরস্থান তহবিলে অর্থ জমা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan