আমেরিকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় মুসলিম ডেমোক্র্যাটের মামলা নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার সেনাকুঞ্জে খালেদা জিয়া ৪ টি বাড়িতে হামলার পেছনে দক্ষিণ দক্ষিণ আমেরিকান গ্যাং প্রস্তাব পাস : ডেট্রয়েটে গাঁজা এবং ই-সিগারেটে বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে মিশিগান মুসলিম গ্রুপকে হুমকিতে দোষী সাব্যস্ত ফ্লোরিডার বাসিন্দা ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ ডেট্রয়েটের একটি পরিত্যক্ত স্কুলকে কমিউনিটি সেন্টারে রূপান্তরে পরিকল্পনা  শেখ হাসিনাকে ভারতেই মরতে হবে : পিনাকী ভট্টাচার্য মিশিগান হাউসে দ্বিতীয়বারের মতো বিদ্বেষমূলক অপরাধের কয়েকটি বিল অনুমোদন ধর্মীয় সহিংসতার ঘটনা অল্প, কিন্তু প্রচার সম্পূর্ণ অতিরঞ্জিত : ড:  মুহাম্মদ ইউনূস

নবীগঞ্জ সিএনজি শ্রমিক নির্বাচন : ফয়েজ সভাপতি, বেলাল সেক্রেটারী 

  • আপলোড সময় : ১০-০৬-২০২৩ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৩ ১১:৫০:১৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ সিএনজি শ্রমিক নির্বাচন : ফয়েজ সভাপতি, বেলাল সেক্রেটারী 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১০ জুন : নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ ১০ জুন শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্টিত নির্বাচনে সভাপতি পদে ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আলী আহমদ বেলাল নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি হিসেবে মো: জুনাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল (১নং), সুমন আহমদ মোহন (২নং), মোশারফ হোসেন (৩ নং), কোষাধ্যক্ষ পদে অজুদ মিয়া, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক পদে আকবর আলী, সদস্য পদে সাবের মিয়া, রাজ্জাক মিয়া, তারেকুল ইসলাম, কমর উদ্দিন ও রিপন মিয়া নির্বাচিত হয়েছেন। 
নবীগঞ্জ হিরা মিয়া গালর্স হাই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ৪৬৪ জন ভোটারের মধ্যে ৪২২ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রাইমারী শিক্ষক রুবেল মিয়া। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, শিক্ষক আব্দুল মজিদ ও শিক্ষক মাতলুব আহমদ। নির্বাচনে আইনশৃংখলার দায়িত্বে ছিলেন, এস.আই বিজয় দেবনাথের নেতৃত্বে থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা। নির্বাচন পর্যবেক্ষন করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব চৌধুরী, আউশকান্দি শ্রমিক ইউনিয়নের দিলশাদ মিয়া, আব্দুল কদ্দুছ সাগর, জিল্লুর নুর, সুনুক মিয়া, কাজির বাজার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। ভোট গণনা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার তৌহিদ চৌধুরী, সদস্য সচিব ইকবাল আহমদ বেলাল, কমিশন সদস্য সাহেব আলী, মেম্বার ইসমত আলী, অলিউর রহমান, মিজানুর রহমান, আওলাদ মিয়া, আশিকুর রহমান, হামিম মিয়া। পরে সিনিয়র যুগ্ম কমিশনার এটিএম সালাম আনুষ্টানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ফয়েজ আহমদ ( ছাতা) ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আক্তার উদ্দিন (সিএনজি) পেয়েছেন ১১৪ ভোট, মাওলানা রফি উদ্দিন  (চেয়ার) পেয়েছেন  ৯৯ ভোট ও সোহেল মিয়া ( আনারস) পেয়েছেন ৮৮ ভোট। সহ-সভাপতি পদে জুনাব আলী  (হেলিকপ্টার) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আল আমীন (দেয়ালঘড়ি) প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আহমদ বেলাল (রিক্সা) ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জমসেদ আলী (ঘোড়া) পেয়েছেন ১৩৬ ভোট ও অপর প্রার্থী  আফজল মিয়া (ফুটবল) ৮৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অজুদ মিয়া  (মোরগ) ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বি  আল আমীন (হরিণ) পেয়েছেন ১৯৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল (ঘুড়ি) ১৯০ পেয়ে ১ম, সুমন আহমদ মোহন (মাইক) ১৬৪ ভোট পেয়ে ২য় ও মোশারফ আলী (জগ) প্রতীকে ১১১ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সদস্য পদে সাবের মিয়া (মই) ১৯৩ ভোট পেয়ে ১ম, রাজ্জাক মিয়া (সিলিংফ্যান) প্রতীকে ১৫২ ভোট পেয়ে ২য়, তারেকুল ইসলাম ( টিউবওয়েল) ১৩৪ ভোটে ৩য়, কমর আলী ৯৪ ভোট পেয়ে ৪র্থ ও  রিপন মিয়া (উটপাখি) ৯৩ ভোট পেয়ে ৫ম হয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন