
অনুষ্ঠানে এপিআইএ-র পক্ষ থেকে মিশিগানে বসবাসরত কমিউনিটির মানুষের মধ্যে গৃহস্থালী সামগ্রী, নতুন জামাকাপড় উপহার দেন। এতে এপিআইএ এর কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিআইএ ভোট মিশিগানের নির্বাহী পরিচালক বাংলাদেশী আমেরিকান রেবেকা ইসলাম।
উল্লেখ্য, এপিআইএ ভোট মিশিগান মূলতনাগরিক অধিকার, ভোটার রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সুরক্ষা, অভিবাসী সম্প্রদায়গুলোর জন্য ন্যায্য অধিকার, কমিউনিটির হেল্পসহ বিভিন্ন ধরণের উন্নয়ন মুলক কাজ করে থাকে।