হ্যামট্রাম্যাক, ১২ জুন : গত শনিবার হ্যামট্রাম্যাক হাই স্কুলের কমিউনিটি সেন্টারে এপিআইএ মিশিগানের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে মার্কিন নাগরিকত্ব, অভিবাসন এবং স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীরা কিভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হতে পারে এই সকল বিষয় মূল প্রতিপাদ্য ছিল। অনুষ্টানে আগত কমিউনিটির বিভিন্ন মানুষের নানা প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি রেজিনাল্ড পেসি।
অনুষ্ঠানে এপিআইএ-র পক্ষ থেকে মিশিগানে বসবাসরত কমিউনিটির মানুষের মধ্যে গৃহস্থালী সামগ্রী, নতুন জামাকাপড় উপহার দেন। এতে এপিআইএ এর কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপিআইএ ভোট মিশিগানের নির্বাহী পরিচালক বাংলাদেশী আমেরিকান রেবেকা ইসলাম।
উল্লেখ্য, এপিআইএ ভোট মিশিগান মূলতনাগরিক অধিকার, ভোটার রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সুরক্ষা, অভিবাসী সম্প্রদায়গুলোর জন্য ন্যায্য অধিকার, কমিউনিটির হেল্পসহ বিভিন্ন ধরণের উন্নয়ন মুলক কাজ করে থাকে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan