চুনারুঘাট, (হবিগঞ্জ) ১২ জুন : চুনারুঘাটে ইভটিজিং ও মাদক সেবনের এর প্রতিবাদ করায় জাহাঙ্গীর কাজী নামের এক প্রবাসি উপর তীর নিক্ষেপ ও এলোপাথারি ছুরিকাঘাত করেছে একদল বখাটে। ঘটনাটি ঘটেছে রোববার রাত প্রায় ৮ টায় গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে। মুমূর্ষ অবস্থায় জাহাঙ্গীরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'তে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
এলাকাবাসিরা জানান, বাসুল্লা গ্রামের এক স্কুল ছাত্রীদেরকে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিলো মাদকাসক্ত কয়েকটি বখাটে কিশোর। এ বিষয়টি নিয়ে ময়না কাজীর পুত্র প্রবাসি জাহাঙ্গীর কাজী কয়েকটি বখাটেদেরকে শাসিয়ে দেন এবং ওই ছাত্রীদেরকে উত্যক্ত না করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বখাটের দল। রোববার বাসুল্লা বাজার থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাসুল্লা কবরস্থানের কাছাকাছি আসলে জাহাঙ্গীর কাজীর মোবাইলে একটি ফোন আসে। তিনি মোটরবাইক থামিয়ে ফোনে কথা বলারত অবস্থায় কয়েকটি যুবক তার উপর এলোপাথারী তীর নিক্ষেপ করতে থাকে। একটি তীর তার পেঠে লেগে ভুড়ি পর্যন্ত পৌছে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করতে থাকে বখাটেরা। জাহাঙ্গীর কাজীর শোর চিৎকারে আশ পাশের লোকজন ঘটনস্থলে ছুটে এসে আহত জাহাঙ্গীরকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিলেট স্থানান্তর করা হয়। জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বলে জানান তার আত্মীয়রা। জাহাঙ্গীর কাজী এলাকায় দানশীল ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। এ ঘটনার পর রাতেই চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়াল (৫০), তারপুত্র শাহীদ(২২), রাজন(২৫)সহ ৪ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan