সিলেট, ১৩ জুন : জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ, উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ সিলেট শহরের বিভিন্ন স্থানে দীর্ঘ ৩ মাসব্যাপী মোট ১৬০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রকল্প পরিচালনার দায়িত্বে ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সদস্য শাহজাহান মিয়া।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। রাবেয়া তাহেরা মজিদ এর ব্যক্তিগত তহবিলে গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন। প্রাস্ট্রের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ ও বেগম মজিদ বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই তারা সমাজের অসহায় অবহেলিত মানুষের সাহায্যে দেশের সামর্থ্যবান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan