ঢাকা, ১৫ জুন : যদি মন কাঁদে/তুমি চলে এসো, চলে এসো/এক বরষায়/যদিও তখন আকাশ থাকবে বৈরী/কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী/ কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে/জলভরা মাঠে নাচিব তোমারে নিয়ে/তুমি চলে এসো, চলে এসো/এক বরষায়.... কীর্তিমান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বর্ষ আবাহনের কথা কে-না জানে! অমর শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় হেয়েছেন- এল বরষা যে সহসা মনে তাই/রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই।
বর্ষা বাঙালির জীবনে চিরকালই কামনার। বর্ষা মানেই সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরও কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। উপচে পড়া পুকুরে রঙিন হয়ে ফুটে পদ্ম। সে কেবলই বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি। আহা কত না মধুর এই বরষা। আজ পহেলা আষাঢ়। রূপময় ঋতু বর্ষার প্রথম দিন। বাংলায় আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষা ঋতু। বর্ষাকাল চলবে শ্রাবণের শেষ দিনটি পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan