মাধবপুর (হবিগঞ্জ) ২৭ আগস্ট : মাধবপুর উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক সন্তানের জননী মিনারা বেগম (২৬) আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী স্বামী রফিকুল ইসলাম (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ রোববার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে। গত ১৮আগষ্ট দিবাগত রাতে মিনারা বেগম স্বামীর স্বামীর নানা নির্যাতনে অতিষ্ট হয়ে তার বাবার বাড়ি রসুলপুরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, মিনারার ভাই ফরাশ উদ্দিন গত ২১আগষ্ট স্বামীর বিরুদ্ধে বোনের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan