আমেরিকা , শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তির সাড়ে ১৭ বছরের কারাদণ্ড মিশিগানে কাউন্টি কমিশন নির্বাচনে দক্ষিণে হাসান, উত্তরে খাজা  ফেডারেল এজেন্ট পরিচয়ে জালিয়াতি, মিলফোর্ড মহিলা অভিযুক্ত কিশোর আটক কেন্দ্র থেকে পালিয়েছে দুই  কিশোর হুইটমারকে হুমকিমূলক ইমেল আইনি লড়াই চালাবেন না ওয়েস্টল্যান্ডের বাসিন্দা মেমোরিয়াল ডে'তে  ১ মিলিয়নেরও বেশি মিশিগান বাসিন্দা ভ্রমণ করতে পারেন যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত প্রাক্তন ফার্মিংটন কোচ ওকল্যান্ড কাউন্টির জঙ্গলে ছোট বিমান বিধ্বস্ত শেলবি টাউনশিপে অবৈধ ওপিওড প্রেসক্রিপশনে ডাক্তারের ১২ বছরের সাজা ডেট্রয়েট চিড়িয়াখানার সিম্বা সিংহ মিশিগানকে বিদায় জানায় যৌন নিপীড়নের দায়ে ইংহাম কাউন্টির এক ব্যক্তির ২০ বছরের কারাদণ্ড ওয়েইন কাউন্টি ১০০টি এয়ার কোয়ালিটি মনিটর চালু করেছে নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২ ডেট্রয়েট নিউজ রিপোর্টার সারা রাহাল মনোনীত প্রধান রাস্তার কাজের জন্য ২২ মিলিয়ন ডলার বরাদ্দ লিভোনিয়ায় বিনামূল্যের কমিউনিটি কলেজের পরিকল্পনা করছেন হুইটমার আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জন খালাস চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত মিশিগানে ১১ টর্নেডোর আঘাত, বাড়ি-ঘর ধ্বংস মিশিগানের তিনটি টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
আটলান্টিক সিটিতে ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী

প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ প্রয়োজন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ১২:৫০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ১২:৫০:৫৩ পূর্বাহ্ন
প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ প্রয়োজন
আটলান্টিক সিটি, ১৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ভাগবত কথা, নাম কীর্তন, গীতা পাঠ, জপমালা, ভজন ইত্যাদি। ধর্মসভায় ভারতের নবদ্বীপ থেকে আগত নিত্য গোপাল গোস্বামী মহারাজ উপস্থিত থেকে ধর্মানুরাগীদের কৃতার্থ করেন। 

ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী মহারাজ বলেন, প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ  প্রয়োজন। জাগতিক প্রচেষ্টা ও ভাগবত আনুকূল্য যদি পাশাপাশি ক্রিয়াশীল থাকে তাহলে জীবনে উন্নতি সম্ভব। জীবনে প্রশান্তি লাভ করতে হলে পরমার্থ ছাড়া গতি নাই।
তিনি আরো বলেন, জগৎ সেবা মানেই কৃষ্ণ সেবা। ভগবান ভক্তের হৃদয়েই অবস্থান করেন। ভগবানের আরাধনার মাধ্যমেই ভগবান প্রাপ্তি ঘটে। তিনি আরো বলেন, মহাকাশের নিচে যা কিছুই আছে তার সেবা করাই হচ্ছে হরি আরাধনা। 
       
ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী মহারাজ ধর্মীয় সংগীত পরিবেশন করেন। তাঁর সাথে ধর্মানুরাগীরাও কন্ঠ মেলান। প্রার্থনা হলে সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।
কৃষ্ণভক্ত  সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, পিকলু দাশ, গংগা সাহা, সুনীল দাশ, দীপা দে জয়া, ধীমান পাল, সজল দাশ, প্রভীন ভিগ, ভবানী প্যাটেল, সুমি মজুমদার, সোমা বিশ্বাস, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন এই ধর্মসভার আয়োজন করেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদীয়মান তরুণ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন বিজ্ঞান লেখক হাবিব খোকন

উদীয়মান তরুণ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন বিজ্ঞান লেখক হাবিব খোকন