আমেরিকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত ২০, আহত ১৬৪ শেলবি টাউনশিপে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন হেফাজতে ডেট্রয়েটে গুলিবর্ষণে বাবা নিহত, ছেলে আহত মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব ডিয়ারবর্নে ওয়ার্ড-ভিত্তিক কাউন্সিল কাঠামোর আবেদন ঘিরে স্বাক্ষর বিতর্ক আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, সমঝোতা চুক্তি সই সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ সাংস্কৃতিক আবহে শুরু জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায় মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত মিশিগানে কানাডিয়ান ট্রাক চালক কোকেনসহ গ্রেফতার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে মিশরীয় পঙ্গপাল জব্দ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু

শিব মন্দিরে আলোর উৎসবে মেয়র লরি স্টোন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০৪:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০৪:০১:৩৪ অপরাহ্ন
শিব মন্দিরে আলোর উৎসবে মেয়র লরি স্টোন
ওয়ারেন, ১৩ নভেম্বর : প্রদীপ প্রজ্বলন, পূজা অর্চনা, ডান্ডিয়া ড্যান্স আর নাচে গানে গতকাল রোববার শিব মন্দির টেম্পল অব জয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি পালিত হয়েছে। ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন।
রাত পৌণে ৮টার দিকে ওয়ারেন সিটির নবনির্বাচিত  মেয়র লরি স্টোন দীপাবলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত  বক্তব্যে তিনি সনাতন ধর্মালম্বী বাংলাদেশি কমিউনিটি এমন একটি সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার শহরে এমন আয়োজন দেখে তিনি খুব আনন্দিত। পরে তিনি প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা বলেছেন, দীপাবলি মানেই আলোর উত্‍সব। এই  দিনে দীপাবলীর আলো জ্বালিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করে তুলতে হবে। কারণ আমাদের মনের অন্ধকার এবং হিংসা-বিদ্বেষ দূর করার জন্যই এই আলোর উৎসব। আর তাই আসুন, দীপাবলির আলোর মধ্যদিয়ে সমগ্র বিশ্বকে, বিশ্ববাসীকে ভালোবাসার আলোতে আলোকিত করে তুলি। তিনি বলেন, আমরা নিজেদের মানুষ  বলে জানি, কিন্তু আমরা শুধুমাত্র এক বিন্দু আলোর কনা, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, তাকে আমরা আত্মা বলে মানি। এই আলোর কনাটি নিভে গেলে আমরাও নিভে যাই, এতে এই উজ্জ্বল পৃথিবীতে শেষ হয়ে যায় আমাদের সংক্ষিপ্ত যাত্রা। তাই এই দীপাবলির দিনে জ্ঞানের আলোতে সেই ক্ষুদ্র আলোর কনাটিকে প্রজ্জ্বলিত করে এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।

আজকের এই দিনে আমাদেরকে সকল যুদ্ধ বিগ্রহ,  ঝগড়া  বিবাদ, ধর্ম, জাতি, বিভেদ ভুলে যেতে হবে। সবাই আমরা সমান, সকলেই  আমরা একটা ক্ষুদ্র আলোর  কনা, সকলের একটাই উদ্দেশ্য,  একটাই ধর্ম, একটাই পথ, একটাই গন্তব্য। দীপাবলীতে সকলের হৃদয়ে আনন্দ রুপি জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, আর এই আনন্দ আলোতেই আমরা মিলে যেতে চাই। আজকের দীপাবলিতে এটাই হোক  আমাদের আশা, এই আমাদের প্রার্থনা হোক, এই আমাদের প্রত্যাশা এবং প্রত্যয় হোক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৃত্য শিল্পী অন্তরা অন্তি-র কোরিওগ্রাফিতে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর নৃত্যের সাথে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সবিতা তরাত, জয়শ্রী নন্দী, শ্রদ্ধা হাওলাদার ও শ্রুতি হাওলাদার। তবলায় ছিলেন রতন হাওলাদার, মৃদঙ্গে বাবুল পাল, করতালে অতুল দস্তিদার ও অরুপ পুরকায়স্থ ।
নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার ও অর্পিতা সেন, কুয়াশা ও মৌ, রিয়া রায় ও কৃষ্টি পাল। দলীয় নৃত্য পরিবেশন করেন রিয়া রায়, কৃষ্টি পাল, কুয়াশা পাল, মৌ পাল, প্রত্যুষা পাল, সুষমা পাল, রিশিকা পাল ও অমিতা মৃধা। সবশেষে অন্তরা অন্তি-র কোরিওগ্রাফিতে মনোমুগ্ধকর ডান্ডিয়া নাচ পরিবেশন করে মন্দিরের নারীরা।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা

গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা