-ফাতেমা বেগম হোসেন
কী সুন্দর স্নিগ্ধ ভোর!
ফুলে ফুলে সজ্জিত শহরের প্রতিটি ঘর,
তরুণীরা ফুল সাজে আনন্দে মেতেছে,
এসেছে নতুন বছর।
বস্তির মেয়েটির চোখ দুটোতে-
নেই সেই আনন্দ,
পুরাতন বছরের মতো নতুন বছরও
তার কাছে একইরকম,
প্রতিদিনের মতো আজও সে
ফুল বিক্রি করতে যাবে,
দিন শেষে ফুল বিক্রির টাকা দিয়ে
চাল আর ডাল কিনে আনবে,
এভাবেই কাটবে জীবন।
তবু এর মাঝেই সে আনন্দ খুঁজে নেবে।
নতুন বছর কারও জন্য সুখকর,
আর কারও জন্য
কঠিন জীবন সংগ্রামের
আরেকটি নতুন দিন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan