আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত ডেট্রয়েটে নির্মাণস্থলে কংক্রিট মিক্সিং ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তালিকায় নোভির ‘দাওয়াথ’সহ একাধিক রেস্তোরাঁ সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড ২৮ বছর পর ডিএনএ প্রযুক্তিতে শনাক্ত বেঞ্জামিন ফাউন্টেনের দেহাবশেষ লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল লিভিংস্টনে নির্মাণস্থলে দুর্ঘটনায় নিহত ২৩ বছর বয়সী শ্রমিক সাগিনাউ ব্যাংকে জাল চেক ঘিরে জিম্মি পরিস্থিতি, পুলিশের গুলিতে মৃত্যু মিশিগানে ড্রাগের অন্ধকার জগতে কারফেন্টানিল নামক নীরব ঘাতক পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত পূর্ব ডেট্রয়েটের শিল্প কারখানায় আগুন : নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ ডেট্রয়েটে বন্দুক সহিংসতা অব্যাহত : কিশোর নিহত, বোন গুরুতর আহত মেট্রো ডেট্রয়েটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আজ পন্টিয়াকে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনা : পিতা কারাগারে পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার ডেট্রয়েটে ইন্টারস্টেট ৯৪-এ  দুটি গাড়ির  সংঘর্ষে যুবক নিহত
আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই : বাইডেন

নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০১:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০১:৫২:১০ পূর্বাহ্ন
নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা
বাটলার, (পেনসিলভেনিয়া) ১৪ জুলাই :  পেনসিলভেনিয়ার বাটলারের এক সমাবেশে  প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। তখনই বন্দুকবাজরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বের হতে দেখা যায়। তাঁর মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরে বসার চেষ্টা করেন।  সভায় উপস্থিত ছিলেন বহু মানুষ। আতঙ্কে সভায় হুড়োহুড়ি শুরু করেন উপস্থিত জনতা। ট্রাম্পকে দ্রুত উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা।তবে বর্তমানে তিনি বিপদমুক্ত বলেই সূত্রের খবর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, সমাবেশে হামলাকারী ২০ বছর বয়সী এক যুবক। তারা নাম প্রকাশ না করার শর্তে বিস্তারিত আলোচনা করার জন্য কথা বলেছেন যা এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 
খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীকে হত্যা করেছে – যিনি পেনসিলভানিয়ার বাটলারে একটি ফার্ম শো সমাবেশস্থলের বাইরে উঁচু অবস্থান থেকে আক্রমণ করেছিলেন – এবং ট্রাম্প নিরাপদে আছেন।  শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এফবিআই জানায়, তারা হামলাকারীর পরিচয় প্রকাশ করতে প্রস্তুত নয় এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যও এখনো শনাক্ত করতে পারেনি। ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হওয়ার পর এটিই ছিল প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার সবচেয়ে গুরুতর চেষ্টা। 
হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত হয়েছে। সভায় উপস্থিত এক দর্শকেরও মৃত্যু হয়েছে। আরও দু’জন আহত হয়েছে। পরে এই প্রসঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, ‘আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ডান কানের উপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে। কারণ আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। তার পর কানে ধারালো কিছু অনুভব করেছিলাম। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার পর বুঝলাম, আসলে কী ঘটেছে। আমাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারি না। বন্দুকবাজ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি নিহত।’
দলমত নির্বিশেষে ট্রাম্পের সভায় এই হামলার ঘটনার নিন্দা করেছেন আমেরিকার রাজনৈতিক নেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। । আমাদের একজোট হয়ে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এর নিন্দা করা উচিত।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে

ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে