আমেরিকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ষণাবেক্ষণ কাজে দুই সপ্তাহ বন্ধ থাকবে ডেট্রয়েট পিপল মুভার ডেট্রয়েটে খালি গির্জায় আগুন, আহত একজন মিশিগানে শীতকালীন ঝড়ের সতর্কতা প্রবাসে বাংলা সংস্কৃতির উজ্জ্বল ছোঁয়া, শেষ হলো মিশিগান বইমেলা সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায় ফেডারেল স্থবিরতা, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে সক্রিয় ডেট্রয়েট হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর ডেট্রয়েট মেট্রোতে এফএএ নির্দেশে ফ্লাইট হ্রাস, যাত্রীরা উদ্বিগ্ন শনিবার রাত থেকে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের সম্ভাবনা শেলবি টাউনশিপে অটো ডিলারশিপে দুই ব্যক্তির মৃতদেহ : তদন্তে পুলিশ মিশিগানে বইমেলার পর্দা উঠছে কাল মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১

অসহযোগ আন্দোলন: সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০১:২৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০১:২৯:৩২ পূর্বাহ্ন
অসহযোগ আন্দোলন: সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জনের মৃত্যু
সিরাজগঞ্জ, ৫ আগস্ট (ঢাকা পোস্ট) : সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় মৃত্যু বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) এ জেলায় পুলিশ-সাংবাদিকসহ মোট ২২ জন নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 
নতুন পাওয়া তথ্য মতে নিহত দু'জন হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস ও ব্রহ্মপুত্র গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনিয়ান টিটু। এর আগে নিহত চারজন হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও দৈনিক খবর পত্র পত্রিকার সাংবাদিক প্রদীপ কুমার। 
এদিকে ছাত্র আন্দোলনের একদফাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রোববার শহরে সংঘর্ষ চলাকালে মারা যাওয়াদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রঞ্জু রহমান রয়েছেন। বাকি দুইজন হলেন- ছাত্রদল কর্মী সুমন শেখ (২৮) এবং যুবদল কর্মী আব্দুল লতিফ (৪২)।
অন্যদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যা পুলিশ সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 
এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ আদালত এলাকায় ভাঙচুরসহ একাধিক থানা ও সদর এসি ল্যান্ড অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বর্তমান সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িসহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায়। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মৃত্যুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে আদালত এলাকায় হামলা-ভাংচুর, সদর এসি ল্যান্ড অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ হাটিকুমরুল হাইওয়ে থানায় ও এনায়েতপুর থানায় আগুন, শাহজাদপুর ও বেলকুচি থানা এবং শহরের ২নং পুলিশ ফাড়িতে হামলা করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা