আমেরিকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে অগ্নিকান্ডে একজন নিহত, দমকলকর্মী আহত বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন গ্রাহক ফেরাতে ম্যাকডোনাল্ডসের দাম কমানোর কৌশল হ্যাজেল পার্কে মা-ছেলের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ঐতিহাসিক রায় : বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে স্কুল বাসের লাল বাতি অমান্য করলে এবার আর খালাস নেই : জরিমানা শুরু মিশিগানে আপেল উৎপাদনের পূর্বাভাস নিয়ে বিতর্ক রচেস্টার হিলসে হোটেল পার্কিং লটে গোলাগুলিতে নিহত ১, আহত ১ বর্ণিল অনুষ্ঠান ও সাংস্কৃতিক রঙে ভরল হ্যামট্রাম্যাক ডেট্রয়েটে শ্রমিক দিবসে ইউনিয়ন সদস্যদের ঐক্য প্রদর্শন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে হাইকোর্টের রুল লিভিংস্টন কাউন্টিতে বিমান বিধ্বস্ত, পাইলট গুরুতর আহত উদযাপনের রঙে ভেসে উঠল হ্যামট্রাম্যাক ট্রয়ে রেস্তোরাঁর বাইরে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ পন্টিয়াকে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন নিহত নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৬০ সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা হ্যামট্রাম্যাকে গুলিতে দুইজন নিহত

ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট
সিলেট, ১০ জানুয়ারী : আজ শুক্রবার বিপিএলের ১৬তম ম্যাচে ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট। ঢাকার দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় সিলেট।   
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম বলেই আউট হন ওয়েস্ট ইন্ডিয়ান বিধ্বংসী ব্যাটার রাকিম কর্নওয়াল। আরেক ওপেনার জর্জ মানসি শুরুটা ভালো করলেও স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১১ রান করে দ্বিতীয় ওভারে ফেরেন তিনি। সিলেটের আরেক বিধ্বংসী ব্যাটার আরন জোনসও ফেরেন দলীয় ৪২ রানে।
 এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করেছেন জাকির হাসান। তিনে নামা এই ব্যাটার ২৫ বলে তুলে নেন ফিফটি। ২৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে জাকির যখন বিদায় নেন, তখনও জয়ের জন্য ৬৪ বলে ৮৫ রান দরকার ছিল সিলেটের, হাতে ৫ উইকেট। 
 ব্যাটারের আধিক্য থাকায় সমস্যা হয়নি সিলেটের। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে জয়ের পথ আরও সহজ করে দেন রনি তালুকদার এবং জাকের আলী। ২০ বলে ৩০ রান করে আউট হন রনি। দুই রানের ব্যবধানে জাকেরও আউট হলে খানিকটা চাপে পড়ে সিলেট। তবে কোনো চাপই আসতে দেননি আরিফুল এবং তানজিম সাকিব। অষ্টম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা। ১৫ বলে ২৮ রান করেছেন আরিফুল। 
 এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলে নেয় ঢাকা। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাকে সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। পাওয়ারপ্লে থেকে ৫৬ রান তোলে ঢাকা।    
 পাওয়ারপ্লের পরেও রানের ধারা অব্যহত রাখেন লিটন-মুনিম। দুজনেই তুলে নেন নিজেদের ফিফটি। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। মুনিমের ফিফটি আসে ৪৬ বলে। ১২ ওভারে তিন অঙ্কে পৌঁছায় ঢাকা।
 দলকে শক্ত ভিত গড়ে দিয়ে ১৬তম ওভারে কর্নওয়ালের বলে আউট হন লিটন। ৪৩ বলে ৭৩ রান আসে তার ব্যাট থেকে। মুনিম আউট হন ৪৭ বলে ৫২ রান করে।
 শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান এবং থিসারা পেরেরা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান।  
 সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।  রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।   
অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয় খুলনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল