সুনামগঞ্জ, ১৮ মার্চ : সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে জেলার জগন্নাথপুর ইপজেলার ইছাহাকপুর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোমবার (১৭ মার্চ) রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সামি (২৫) ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
অভিযানের পরে দুটি অত্যাধুনিক পাইপগান, একটি এয়ারগান, তিনটি চাপাতি, সাতটি টেটা, একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী। সোমবার রাতে জগন্নাথপুর থানার (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan