আমেরিকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকে গুলি, আহত দুই কিশোর স্টার্লিং হাইটসের ট্রাফিক দুর্ঘটনা শূন্য করার মিশন ‘অপারেশন এগ হান্ট’ অভিযানে ৩৬ জন গ্রেপ্তার ট্রাম্প অটো শুল্ক হ্রাসে চুক্তি করেছেন -মার্কিন বাণিজ্য সচিব  বসন্তের রোলারকোস্টার শুরু মেট্রো ডেট্রয়েটে, তাপমাত্রা নাচবে ওঠানামার ছন্দে ডেট্রয়েটের সম্ভাব্য তহবিল কাটছাঁট নিয়ে মেয়র প্রার্থীদের ফোরামে উত্তপ্ত আলোচনা দৃষ্টিনন্দন প্রাসাদ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত, দাম ২৫ লাখ ডলার সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময় জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি

হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু পাহাড়ে

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০২:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০২:০৬:৫৩ অপরাহ্ন
হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু পাহাড়ে
রাঙামাটি, ১২ এপ্রিল : আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয়েছে বিজুর ফুল। আর এই ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করে পাহাড়ি তরুণ-তরুণীরা।
সবেমাত্র পূর্ব আকাশে সূর্য ওঠেছে। আর এরই মধ্যে রাঙামাটির কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে হাজির হয়েছেন শত-শত পাহাড়ি তরুণ-তরুণী। ঐতিহবাহী পিনন-হাদির পোশাকে তরুণী এবং ধুতি-পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে ফুল-পাতা নিয়ে তরুণরা ছুটে চলছেন কাপ্তাই হ্রদের তীরে। তীরে গঙ্গা মায়ের উদ্দেশে ফুল উৎসর্গ করে কলাপাতায় সেই ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছেন তারা।
শুধু কেরানী পাহাড়ে নয়, জেলার বিভিন্ন স্থানে পাহাড়িরা ফুল ভাসিয়ে দিনটি শুরু করেছেন। পানিতে ফুল ভাসিয়ে নিজ পরিবার এবং দেশ তথা সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। 
পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেনো ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। একই ভাবে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানায় ফুল ভাসাতে আসা পাহাড়ি তরুণ-তরুণীরা।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, রাঙামাটি উৎসবের নগরীরে পরিণত হয়েছে। রাঙামাটিজুড়ে মানুষ উৎসবে মেতে ওঠেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের মাঝে যে সম্প্রীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে সে সৌহাদ্য অটুট থাকবে এবং নতুন করে সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে। নতুন বছর সম্প্রীতি বয়ে নিয়ে আসুক এই কামনা করি।
রবিবার বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে পাঁজন রান্না আতিথেয়তা এবং পরের দিন নববর্ষে বিহারে বিহারে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বছরের প্রথম দিন জলকেলির মাধ্যমে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করবেন।
এদিকে বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে নানা রঙের ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ বিজু ও বিষু উৎসব। শনিবার (১২ এপ্রিল) ভোরে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদীর ঘাটে স্বচ্ছ জলে তরুণ-তরুণী ও শিশু-কিশোর ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে নদীর স্বচ্ছ জলে ফুল ভাষায়। এ সময় তারা নতুন বছরের শুভ কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা জানায়। অনেকে এ সময় নদীতে পূজাও দেন।
বান্দরবানের বালাঘাটা, বালাঘাটা, করুনাপুর সহ বিভিন্ন এলাকা থেকে চাকমা ও তাঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী-পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেয়। তাদের বিশ্বাস নতুন বছরের শুরুতে নদীতে ফুল ভাসালে সামনের বছরগুলোতে মঙ্গল বয়ে আনবে।
বান্দরবানের পাড়ায়-পাড়ায় চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই উৎসবের নানা আয়োজন। জলকেলি ও পিঠা তৈরি আয়োজনের প্রস্তুতি ও চলছে। এবার শহরের রাজার মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের মধ্যে থাকছে মারমা তরুণ-তরুণীদের দলবেঁধে পানি খেলা, পিঠা তৈরি, চন্দন পানিতে বৌদ্ধ মূর্তি স্নান, সাংগ্রাই রেলি, ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীন খেলাধুল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ বৈসু ও ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ চাংক্রান নিয়েও জ্বলছে নান আয়োজন। বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীগঞ্জের বহুল আলোচিত মিশুক চালক হত্যা মামলায় ৩ আসামী গ্রেফতার

নবীগঞ্জের বহুল আলোচিত মিশুক চালক হত্যা মামলায় ৩ আসামী গ্রেফতার