হবিগঞ্জ, ১২ মে : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধুর লাঠির আঘাতে মোছাব্বির মিয়া (২০) নামের এক মাছ বিক্রেতা বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোছাব্বির মিয়া কাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের পাশের রাস্তায় একই গ্রামের আব্দুল গফুরের পুত্র সাহার মিয়ার সাথে কি একটা বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাহার লাঠি দিয়ে তার মাথার পেছন দিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার কর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখাকালে কেউ আটক হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan