আমেরিকা , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল পুলিশের কিশোরী সেজে ফাঁদ, ধরা পড়লেন যৌন অপরাধী সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা ডেট্রয়েটে শিশু দারিদ্র্য রেকর্ড উচ্চতায় : অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যের নিচে ফেডারেল তদন্তে ডেভিড টেলরের গির্জা  থেকে সোনা, নগদ অর্থ ও যৌন ভিডিও উদ্ধার কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন! ডেট্রয়েটের রোজা পার্কস ট্রানজিট সেন্টারে গুলিবিদ্ধ ১, আটক ২ বিদায়ের বেদনায়ও উল্লাস: মিশিগানে উমার বিদায় মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক

ফোর্থ জুলাই উপলক্ষে উইক্সম ও নোভিতে পারিবারিক মিলনমেলা ও জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন
ফোর্থ জুলাই উপলক্ষে উইক্সম ও নোভিতে পারিবারিক মিলনমেলা ও জন্মদিন উদযাপন
নোভি/উইক্সম, ৫ জুলাই : যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজ্যের উইক্সম ও নোভি শহরে উদযাপিত হলো এক স্মরণীয় দিন। পারিবারিক মিলনমেলা, বন্ধু-পরিজনের আনন্দঘন উপস্থিতি, কিশোরের জন্মদিন উদযাপন এবং রাতে ফায়ারওয়ার্কস সব মিলিয়ে দিনটি ছিল অনন্য।
উইক্সম শহরের সুপরিচিত বাসিন্দা, বিশিষ্ট রেষ্টুরেন্ট ব্যবসায়ী সত্যেন্দ্র দাসের আমন্ত্রণে দুপুর থেকে শুরু হয় দিনব্যাপী এই মিলনমেলা। নোভি সিটির খ্যাতনামা 'রিকি সুশি' রেস্তোরাঁয় আয়োজিত হয় একটি বিশেষ লাঞ্চ, যেখানে পরিবার,আত্মীয়স্বজন ও বন্ধুরা অংশগ্রহণ করেন এবং উপভোগ করেন সুস্বাদু সব খাবার। অতিথিদের আপ্যায়নে ছিল আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশ।

লাঞ্চের পর বিকেলে সবাই ছুটে যান নোভি শহরের ওয়ালেড লেক পার্কে। প্রকৃতির মাঝে ছায়াঘেরা এই বিশাল পার্কে শিশু-কিশোরদের জন্য ছিল খেলার মাঠ, আর বড়দের জন্য ছিল একটি প্যাভিলিয়নে নির্ঝঞ্ঝাট আড্ডার সুযোগ। উন্মুক্ত পরিবেশে হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে সবার বিকেল।
দিনের শেষ ভাগে, সন্ধ্যায়, উইক্সম সিটির স্টোনগেট ভিলেজে অবস্থিত সত্যেন্দ্র দাসের নিজস্ব বাসভবনে আয়োজন করা হয় আরেকটি পর্ব। একপর্যায়ে তার বড় ছেলে শঙ্কু দাসের ১২তম জন্মদিন কেক কেটে ঘরোয়া পরিবেশে পালন করা হয়। উপস্থিত সবাই প্রাণভরে শুভেচ্ছা জানান শঙ্কুকে।

দিনের পরিসমাপ্তি ঘটে রাতের ফায়ারওয়ার্কস প্রদর্শনীর মাধ্যমে। আকাশজুড়ে আলোর ঝলকানি আর রঙিন আতশবাজির নান্দনিক দৃশ্যে মুগ্ধ হন সবাই। শিশুদের চোখে ছিল বিস্ময় আর উল্লাস, বড়দের মনে ছড়িয়ে পড়ে গভীর তৃপ্তি।
এই আয়োজনে কেবল একদিনের ছুটিকে উদযাপন করা হয়নি, বরং এটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়, যেখানে পারিবারিক বন্ধন, সম্প্রীতি ও সংস্কৃতির ছোঁয়ায় আরও দৃঢ় হয়ে ওঠে প্রবাসজীবনের মানবিক সম্পর্কগুলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ