হবিগঞ্জ, ৮ জুলাই : জেলার নবীগঞ্জ উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে পূর্বঘোষিত সংঘর্ষে ফারুক মিয়া নামে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে অর্ধশতাধিক দোকানপাটে ভাঙচুর ও অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ হয়।
সংঘর্ষের সূত্রপাত হয় ব্যক্তিগত বিরোধ থেকে, যা পরে মৎস্যজীবী ও অমৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan