(১)
টিনের চালে
গাছের ডালে
নাচে তালে
বর্ষাপরি -
পায়ে নূপুর
ঝুমুর ঝুমুর
জাগায় কী সুর
মরি মরি!
কদম হাসে
শাপলা ভাসে
কেয়ার বাসে
আকুল মন
কিসের টানে
গানে গানে
নদীর প্রাণে
গুঞ্জরণ!
(২)
হিমেল হাওয়ার ডালা ভরা কদম কেয়ার গন্ধ
টিনের চালে বৃষ্টিমেয়ের নূপুর তোলে ছন্দ
ঝরনা নদীর আকুল মনে
ঢেউ থই থই আলাপনে
ভেজা পালের পানসি নায়ে বর্ষা রানির আনন্দ।
(৩)
ঝম ঝম বর্ষার
ঝর ঝর ছন্দ
ফোটা ফোটা কদমে
মৌ মৌ গন্ধ।
ভরা ভরা ছোট নদী
কুলু কুলু বইছে
ঢেউ ঢেউ কথা সব
কানে কানে কইছে।
ঝুম ঝুম বৃষ্টি
চালে চালে নৃত্য
ঝিরিঝিরি ঝরনার
হাসি হাসি চিত্ত
গাছে গাছে সবুজের
প্রাণ প্রাণ কলরব
বনে বনে মল্লার
গান গান উৎসব !
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan