আমেরিকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত ২০, আহত ১৬৪ শেলবি টাউনশিপে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন হেফাজতে ডেট্রয়েটে গুলিবর্ষণে বাবা নিহত, ছেলে আহত মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব ডিয়ারবর্নে ওয়ার্ড-ভিত্তিক কাউন্সিল কাঠামোর আবেদন ঘিরে স্বাক্ষর বিতর্ক আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, সমঝোতা চুক্তি সই সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ সাংস্কৃতিক আবহে শুরু জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায় মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত মিশিগানে কানাডিয়ান ট্রাক চালক কোকেনসহ গ্রেফতার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে মিশরীয় পঙ্গপাল জব্দ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু

মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০১:৩০:০৩ পূর্বাহ্ন
মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব
ওয়ারেন, ২১ জুলাই : উচ্ছ্বাস, আনন্দ আর শিকড়ের টানে মুখর হয়ে উঠেছিল মিশিগানের ওয়ারেন শহর। রোববার, নয়নাভিরাম হলমিচ পার্কে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। শত শত প্রবাসী হবিগঞ্জবাসীর অংশগ্রহণে রূপ নেয় এক বিরাট মিলনমেলায়।
নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি নেতা, প্রবাসবন্ধু খ্যাত আইনজীবী এটর্নি মঈন চৌধুরী বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন। এরপর একে একে বক্তব্য রাখেন মুহিত মাহমুদ, শাহেদ আহমেদ, নাসির সবুজ, সৈয়দ মঈন দীপু, জাবেদ চৌধুরী, সাহেদুল হক, শামীম আহছান চৌধুরী, আনোয়ার আহমেদ, শাব্বির খান, ফয়সল আহমেদ চৌধুরী ও সেলিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী বলেন, প্রবাসে মতের ভিন্নতা থাকবেই। তবে দেশের মঙ্গল এবং প্রবাসী সমাজের ভবিষ্যতের স্বার্থে আমাদের ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ না হই, তাহলে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতি, ভাষা ও দেশের স্মৃতি থেকে দূরে সরে যাবে।
অন্যান্য বক্তারা সবাই প্রবাসে ঐক্য, সহমর্মিতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা আয়োজনে মিশিগানের নানা প্রান্ত থেকে আগত হবিগঞ্জবাসীরা একত্রিত হন।  শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবার অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ। বাঙালি ঐতিহ্যের নানাবিধ খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল দর্শনীয়।  দুপুরে পরিবেশিত হয় নানা স্বাদের বাঙালি খাবার।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার স্বর্ণের চেইন জিতে নেন সিদ্দিক মুজমদার। এছাড়াও আইফোন ১৬ প্রো ম্যাক্স, ৭৫ ও ৬৫ ইঞ্চির স্মার্ট টিভি, ল্যাপটপ, অ্যাপল ওয়াচসহ নানা আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মধ্যে।
এই বনভোজন ছিল কেবল আনন্দ বিনোদনের উপলক্ষই নয়, বরং প্রবাসে একে অপরের সঙ্গে সংযোগ, পারস্পরিক সৌহার্দ্য এবং শিকড়ের টানে ফিরে দেখার এক অপূর্ব সুযোগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনে নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা

গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা