আমেরিকা , বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা গ্র্যান্ড ব্ল্যাঙ্কে গির্জায় হামলা, নিহত ৪ মিশিগানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব কাল শুরু, আজ বোধন অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক মেয়রের ঘোষণায় ইতিহাসের  সূচনা : সাগিনাও পেল ‘মৃধা পিচ পথ’ শেলবি টাউনশিপে গ্যাস স্টেশনে  ছুরিকাঘাতে নারী নিহত, সন্দেহভাজন আটক দুর্গাপূজা : ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডেট্রয়েটের ইয়েমেনি সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ : ট্রাম্পের  ভ্রমণ নিষেধাজ্ঞা মিশিগানে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা, শুভ মহালয়া আজ  ইউনিভার্সিটি অব মিশিগানে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রচেস্টার স্কুলের পার্কিং লটে নারীর মৃতদেহ, তদন্ত চলছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ আজ ঢাকায় ৩১৩ কোডের শেষের ঘণ্টা : ৬৭৯ কোডে  অক্টোবর থেকে ১০-সংখ্যার ডায়ালিং শুরু সাউথ লিওন স্কুলে সাইবার আক্রমণে ক্লাস দ্বিতীয় দিনও স্থগিত ওয়েইন কাউন্টিতে ২০২৫ সালে প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস মৃত্যু

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:১৮:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
হবিগঞ্জ, ১৭ আগস্ট : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে পরিদর্শন করেন। উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, হাসপাতালে অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। তিনি বলেন, “খাবারের অন্যান্য আইটেম ঠিক থাকলেও সকালের নাস্তায় সরবরাহ করা রুটিতে কোনো লেবেল পাওয়া যায়নি। ফলে এর উৎস ও মেয়াদ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।”
তিনি আরও জানান, হাসপাতালে পরিচ্ছন্নতার পরিস্থিতি সেদিন মোটামুটি সন্তোষজনক থাকলেও ধারণা করা হচ্ছে দুদকের আগমন টের পেয়ে আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালে ৫০০-রও বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা চোখে পড়েছে। জনবল সংকটের কারণেই এমন অবস্থা সৃষ্টি হচ্ছে বলে হাসপাতালের আরএমও মন্তব্য করেন। দুদকের উপ-পরিচালক জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং কাউকে না জানিয়ে শিগগিরই পুনরায় অভিযান চালানো হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। তবে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। পর্যাপ্ত জনবল থাকলে এ সংকট অনেকটাই কেটে যাবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স