মাধবপুর (হবিগঞ্জ), ২৬ আগস্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা আইন শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
অঅজ মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ অফিসে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাকে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এম.এন. সাজিদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, এই স্বীকৃতি আমার জন্য গর্বের বিষয়। এটি কেবল আমার নয়, পুরো মাধবপুর থানা টিমের। আমরা ভবিষ্যতেও আইন শৃংখলা বজায় রাখতে এবং জনগণের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাব।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এম.এন. সাজিদুর রহমানও ওসির প্রশংসা করে বলেন, ওসি সহিদ-উল্যার নেতৃত্বে মাধবপুর থানায় আইন শৃংখলা দৃঢ় হয়েছে। তার এই স্বীকৃতি সম্পূর্ণভাবে যোগ্য।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan