আমেরিকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে আইন : ভোটার প্রতি ১০ টাকার সীমা ম্যাকম্বে ব্যবসায়ীকে গুলি : আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত
ডেট্রয়েট রিভারে তর্পণ, প্রবাসী বাঙালিরা স্মরণ করলেন পূর্বপুরুষকে

মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা
ডেট্রয়েট, ২২ সেপ্টেম্বর : গতকাল মহালয়ায় পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আক্ষরিক অর্থে এদিনেই দেবীপক্ষের সূচনা হয়ে দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। অর্থাৎ, প্রায় পনেরো দিনের এই সময়কালটি উৎসর্গিত থাকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় তাদের  আত্মার শান্তির জন্য তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। এর মাধ্যমে মাধ্যমে তাঁরা তুষ্ট হন। শাস্ত্রের এই বিধান মেনে মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশে  জল, তিল, ফুল, বেলপাতা এবং অন্যান্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষকে আহ্বান করা হয়- এই বিশ্বাসে যে তাঁদের আশীর্বাদ বংশধরদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে।
মিশিগানেও বাঙালি হিন্দু সমাজ এই ঐতিহ্যকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। গতকাল সকালে শিবমন্দির টেম্পল অব জয়ের উদ্যোগে ডেট্রয়েট রিভারে মহালয়া তর্পণ অনুষ্ঠিত হয়।  তর্পণকারীরা কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল, বেলপাতা, তিলসহ অন্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। তর্পনে পৌরহিত্য করেন শিব মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। 
মহালয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় দেবীপক্ষ। এদিন বাঙালি সমাজে আবেগ-অনুভূতির এক নবতর উন্মেষ। বাঙালির হৃদয়ে দুর্গাপূজা মানে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক এক মহোৎসব। মহালয়ার দিন থেকেই যেন বাতাসে ঢাকের শব্দ ভেসে আসে।
ডেট্রয়েটের তর্পণ অনুষ্টানে যোগ দেওয়া প্রবাসী বাঙালি জানিয়েছেন, বিদেশের মাটিতে থেকেও মহালয়া তাঁদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। নদীর জলে দাঁড়িয়ে পিতৃপুরুষকে স্মরণ করার মুহূর্তে যেন তাঁরা প্রত্যেকেই ফিরে গিয়েছিলেন শৈশবের বাংলার গ্রামীণ আঙিনায়, যেখানে প্রতি আশ্বিন মাসে পিতৃপক্ষের শ্রাদ্ধকর্ম ছিল ঘরের নিয়মিত রীতি।
মহালয়া তাই কেবল পিতৃপক্ষের সমাপ্তি নয়; এটি হলো স্মরণ ও পুনর্জাগরণের দিন। পূর্বপুরুষদের স্মরণ করে বংশধররা যেমন তাঁদের দায়িত্ব পালন করেন, তেমনি দেবীপক্ষের সূচনায় নতুন আশার আলোয় উদ্বেল হয় মন। ডেট্রয়েটের তর্পণ যেন আবারও প্রমাণ করে দিল সময়, স্থান বা দূরত্ব যতই থাকুক না কেন, বিশ্বাস ও সংস্কৃতির বন্ধন বাঙালিকে তাঁর শিকড়ের সঙ্গেই অটুটভাবে যুক্ত রাখে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা