আমেরিকা , সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেলবি টাউনশিপে গ্যাস স্টেশনে  ছুরিকাঘাতে নারী নিহত, সন্দেহভাজন আটক দুর্গাপূজা : ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডেট্রয়েটের ইয়েমেনি সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ : ট্রাম্পের  ভ্রমণ নিষেধাজ্ঞা মিশিগানে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা, শুভ মহালয়া আজ  ইউনিভার্সিটি অব মিশিগানে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রচেস্টার স্কুলের পার্কিং লটে নারীর মৃতদেহ, তদন্ত চলছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ আজ ঢাকায় ৩১৩ কোডের শেষের ঘণ্টা : ৬৭৯ কোডে  অক্টোবর থেকে ১০-সংখ্যার ডায়ালিং শুরু সাউথ লিওন স্কুলে সাইবার আক্রমণে ক্লাস দ্বিতীয় দিনও স্থগিত ওয়েইন কাউন্টিতে ২০২৫ সালে প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস মৃত্যু পোর্ট হিউরনে বাবা গুলি চালালেন, তিন সন্তান হতাহত তিন খুনের সন্দেহভাজন এডওয়ার্ড রেডিং ফেডারেল বন্দুক অপরাধে দোষী সাব্যস্ত ডিয়ারবর্ন হাইটসে স্কুলকে হুমকি : এক ব্যক্তি গ্রেপ্তার অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে প্রায় এক টন মাদক জব্দ, দুই চালক গ্রেপ্তার হ্যারিসন টাউনশিপে নৌকা বিস্ফোরণে তিন জন আহত অনলাইনে নাবালককে টার্গেট : ফার্মিংটন হিলস ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ মেট্রো ডেট্রয়েটে সেপ্টেম্বরেও গরমের প্রভাব, এনডব্লিউএসের পূর্বাভাস অন্তর্নিহিত দেবত্ব জাগ্রত করুন : স্বামী সর্বদেবানন্দ পুলিশ ধাওয়ায় চুরির গাড়ি থামে, ৪ জন আটক লালনকন্যা ফরিদা পারভীন আর নেই
ডেট্রয়েট রিভারে তর্পণ, প্রবাসী বাঙালিরা স্মরণ করলেন পূর্বপুরুষকে

মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা
ডেট্রয়েট, ২২ সেপ্টেম্বর : গতকাল মহালয়ায় পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আক্ষরিক অর্থে এদিনেই দেবীপক্ষের সূচনা হয়ে দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। অর্থাৎ, প্রায় পনেরো দিনের এই সময়কালটি উৎসর্গিত থাকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় তাদের  আত্মার শান্তির জন্য তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। এর মাধ্যমে মাধ্যমে তাঁরা তুষ্ট হন। শাস্ত্রের এই বিধান মেনে মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশে  জল, তিল, ফুল, বেলপাতা এবং অন্যান্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষকে আহ্বান করা হয়- এই বিশ্বাসে যে তাঁদের আশীর্বাদ বংশধরদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে।
মিশিগানেও বাঙালি হিন্দু সমাজ এই ঐতিহ্যকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। গতকাল সকালে শিবমন্দির টেম্পল অব জয়ের উদ্যোগে ডেট্রয়েট রিভারে মহালয়া তর্পণ অনুষ্ঠিত হয়।  তর্পণকারীরা কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল, বেলপাতা, তিলসহ অন্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। তর্পনে পৌরহিত্য করেন শিব মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। 
মহালয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় দেবীপক্ষ। এদিন বাঙালি সমাজে আবেগ-অনুভূতির এক নবতর উন্মেষ। বাঙালির হৃদয়ে দুর্গাপূজা মানে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক এক মহোৎসব। মহালয়ার দিন থেকেই যেন বাতাসে ঢাকের শব্দ ভেসে আসে।
ডেট্রয়েটের তর্পণ অনুষ্টানে যোগ দেওয়া প্রবাসী বাঙালি জানিয়েছেন, বিদেশের মাটিতে থেকেও মহালয়া তাঁদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। নদীর জলে দাঁড়িয়ে পিতৃপুরুষকে স্মরণ করার মুহূর্তে যেন তাঁরা প্রত্যেকেই ফিরে গিয়েছিলেন শৈশবের বাংলার গ্রামীণ আঙিনায়, যেখানে প্রতি আশ্বিন মাসে পিতৃপক্ষের শ্রাদ্ধকর্ম ছিল ঘরের নিয়মিত রীতি।
মহালয়া তাই কেবল পিতৃপক্ষের সমাপ্তি নয়; এটি হলো স্মরণ ও পুনর্জাগরণের দিন। পূর্বপুরুষদের স্মরণ করে বংশধররা যেমন তাঁদের দায়িত্ব পালন করেন, তেমনি দেবীপক্ষের সূচনায় নতুন আশার আলোয় উদ্বেল হয় মন। ডেট্রয়েটের তর্পণ যেন আবারও প্রমাণ করে দিল সময়, স্থান বা দূরত্ব যতই থাকুক না কেন, বিশ্বাস ও সংস্কৃতির বন্ধন বাঙালিকে তাঁর শিকড়ের সঙ্গেই অটুটভাবে যুক্ত রাখে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল, বিএমজেএ সিলেটের শোক 

প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল, বিএমজেএ সিলেটের শোক