আমেরিকা , বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে আইন : ভোটার প্রতি ১০ টাকার সীমা ম্যাকম্বে ব্যবসায়ীকে গুলি : আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ গণভোট ও সনদ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চায় জামায়াত ওকল্যান্ড কাউন্টিতে আইটি চুক্তি কেলেঙ্কারি

অধ্যাপক ফারুক শাবিপ্রবির লাইফ সায়েন্সেস নতুন ডিন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
অধ্যাপক ফারুক শাবিপ্রবির লাইফ সায়েন্সেস নতুন ডিন
হবিগঞ্জ, ৩০ অক্টোবর : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃতি সন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।
আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের বর্তমান ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২৮ (৫) ও ২৮ (৬) ধারার আলোকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া বলেন, “আজ থেকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সবার আন্তরিক সহযোগিতায় যথাযথভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
প্রফেসর ড. ফারুক মিয়া ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের ডীন নিযুক্ত হওয়ায় তাঁর ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরেট করা গবেষক ও বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "প্রফেসর ড. ফারুক একজন আদর্শ শিক্ষক, গবেষক, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাঁর দক্ষ নেতৃত্বে লাইফ সায়েন্স অনুষদের বিভাগগুলো শিক্ষা- গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ

টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ