ঢাকা, ৩০ অক্টোবর : জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তারা যেখানে লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায়। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে আরও বলেন, বিএনপি বলছে, কোনোভাবেই গণভোট মানবে না। তাই অবিলম্বে তারিখ ঘোষণা করা প্রয়োজন।
তিনি আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। রাতের বেলায়ও আদেশ জারি করা যায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় সনদ ও গণভোট সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আজ বা আগামীকালই তা বাস্তবায়ন করতে হবে। তাহের দাবি করেন, গণভোটের আগে জাতীয় নির্বাচন নয়, এবং নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :