রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

মেট্রো ডেট্রয়েটে ৪শ’র বেশি কর্মী ছাঁটাই করবে বার্গার কিং

  • সুপ্রভাত মিশিগান ডেস্ক :
image

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

ডেট্রয়েট, ২৭ মার্চ : মেট্রো ডেট্রয়েট জুড়ে ফাস্ট-ফুড রেস্তোরাঁ বার্গার কিংয়ের ৪ শতাধিক কর্মী তাদের চাকরি হারাবেন বলে আশা করা হচ্ছে। কারণ একটি ফ্র্যাঞ্চাইজি ২৬টি দোকান বন্ধ করার পরিকল্পনা করছে৷

মিশিগান এলএলসি-এর ইওয়াইএম কিং টেক্সাসের আরভিংয়ে অবস্থিত। গত ২২ মার্চ ইওয়াইএম কিং একটি চিঠিতে রাজ্য কর্মকর্তাদের জানিয়েছিল যে, মিশিগানে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দিচ্ছে তারা। "অপ্রত্যাশিত ব্যবসায়িক পরিস্থিতি এবং বার্গার কিংয়ের সাথে একটি সমাধানে পৌঁছাতে না পারার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সংস্থাটি চিঠিতে বলেছে, ১৭ মার্চ থেকে রেস্তোরাঁগুলি বন্ধ করা শুরু করেছে এবং আগামী ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত ২৬ টি অবস্থান বন্ধ হয়ে যাবে বলে আশা করছে ৷ এটি আরও বলেছে যে ৪২৪ জন কর্মীকে ছাঁটাই করা হবে ৷ ইওয়াইএম কিংয়ের যে রেস্তোরাঁ গুলো বন্ধ করা হবে সেগুলো  ডিয়ারবর্ন হাইটস, ডেট্রয়েট, একরস, ফার্ন্ডেল, ফ্লিন্ট, হাইল্যান্ড পার্ক, লিভোনিয়া, রয়্যাল ওক, সাউথফিল্ড, ওয়ালড লেক, ওয়ারেন এবং হুইটমোর লেকে অবস্থিত ৷

Source : http://detroitnews.com


এ জাতীয় আরো খবর