ডেট্রয়েট : হবিগজ্ঞ জেলা এসোসিয়েশন অব মিশিগান এর কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি ও তৃষা এন্টারপ্রাইজের এর স্বত্বাধিকারী শেখ তাজ উদ্দিন, বাংলাদেশ সহকারী সেটেলম্যানট অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ গিয়াস ঊদ্দিন ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমদ এর পিতা প্রবীণ মুরব্বী শেখ সরফ উদ্দিন আহমদ মাস্টারের মৃত্যুতে আজ ২৪ নভেম্বর রবিবার বাদ মাগরিব ডেট্রয়েট বায়তুল মোকারম মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । এতে হবিগজ্ঞ জেলা এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দসহ সকল মুসলমান ভাইদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। হবিগজ্ঞ জেলা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে ।
উল্লেখ্য, প্রবীণ মুরব্বী শেখ সরফ উদ্দিন আহমদ মাস্টার গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় বানিয়াচঙ্গ উপজেলা সদরের কাজী মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্না..... রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র, ১ কন্যা নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন এশার নামাজের পর মরহুমের জানাজার নামাজ স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের আলেম ওলামা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। মরহুমের পুত্র মাওলানা শেখ মহিউদ্দিন আজাদ জানাজার নামাজ পড়ান।