ডেট্রয়েট : আগামী ৫ জানুয়ারী রোববার ডেট্রয়েট দুর্গা টেম্পলে আহান-এর মুখে ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আহান ওয়ারেন সিটির বাসিন্দা লিটন সূত্রধর ও সুস্মিতা চৌধুরীর একমাত্র পুত্র। শুভ অন্নপ্রাশন উপলক্ষে এদিন ৪২১৫ ইষ্ট ম্যাকনিকলস রোডস্থ ডেট্রয়েট দুর্গা টেম্পলে দুপুর ১২টায় রাধা মাধবের পূজা, দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, দুপুর ২টায় শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে। অনুষ্টানের আয়োজক লিটন সূত্রধর ও সুস্মিতা চৌধুরী মন্দিরের সকল নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাসহ ভক্তবৃন্দকে আহান’র শুভ অন্নপ্রাশনে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
‘অন্নপ্রাশন’ শব্দের অর্থ হচ্ছে অন্ন খাওয়ানো। এই অনুষ্ঠানটিকে ‘মুখে ভাত’অনুষ্ঠানও বলা হয়ে থাকে। শিশু যখন তরল খাবার ছেড়ে শক্ত খাবার খাওয়ার উপযুক্ত হয় তখন অন্নপ্রাশন করা হয়। এটি শিশুর ৫ মাস বয়সের পর এক বছর পূর্ণ হওয়ার আগে যেকোনো সময় করা হয়। ছেলেদের জন্য এটি জোড় সংখ্যার কোন মাসে, যেমন ৬ষ্ঠ বা ৮ম মাসে, এবং মেয়েদের ক্ষেত্রে এই অনুষ্ঠানটি বেজোড় মাসে, যেমন ৫ম বা ৭ম মাসে অন্নপ্রাশন করার বিধান রয়েছে।