ডেট্রয়েট (মিশিগান) : ওয়ারেন সিটির বাসিন্দা ঝন্টু দাশের মাতা সুরবালা দাশ এর শ্রাদ্ধোত্তর বৈষ্ণব সেবা উপলক্ষে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ডেট্রয়েট দুর্গা টেম্পলে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, গোবিন্দ স্তুতি ও দিনব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। ৪২১৫ ইষ্ট ম্যাকনিকলস রোডস্থ ডেট্রয়েট দুর্গা টেম্পলে আয়োজিত দিনব্যাপী কর্মসূচীতে মন্দিরের সকল নেতৃবৃন্দ, সদস্য-সদস্যাসহ ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য প্রয়াতের পুত্র ঝন্টু দাশ ও তার সহধর্মিনী রূপাঞ্জলী চৌধুরী বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ আগষ্ট দুপুর ১টায় সেন্ট জন’স হাসপাতালে সুরবালা দাশ পরলোকগমন করেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে কিছুদিন যাবত বিছানায় শয্যাশায়ী ছিলেন। ২৬ আগষ্ট বিকাল ৪টায় ডেট্রয়েট সেন্ট মেরি (গ্রীনউড) হোমে তাঁর অন্তোষ্ঠি ক্রিয়া সম্পন্ন হয়। এছাড়া ৪ সেপ্টেম্বর বুধবার ঝন্টু দাশের বাসভবনে সুরবালা দাশ’র পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।