বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

মুখচ্ছবি পরিচিতির প্রযুক্তি এখন ডেট্রয়েট মেট্রো এয়ারপোর্টে

  • সুপ্রভাত মিশিগান ডেস্কঃ
image

রমুলাস : মেট্রো এয়ারপোর্ট দিয়ে যাত্রা করা যাত্রীদের এখন থেকে মুখের ছবি দিয়ে যেতে হবে। এর মাধ্যমেই তাদের চিহ্নিত করা হবে। এটা ফেসিয়াল রিকগনিশন টেকোনলজি নামে পরিচিত। বুধবার কর্মকর্তারা জানিয়েছে, কাস্টমসে এখন ভ্রমণকারীদের মুখের ছবি দিয়ে যেতে হবে।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এক বিবৃতিতে জানিয়েছে, কাস্টমস ব্যবস্থাকে আধুনিকায়ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে গমণ ও প্রস্থানের কাজও দ্রুতগতিতে হবে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে এয়ারপোর্টের পরিবেশ উন্নত হবে এবং ভ্রমণকারীদের জন্য এটা সুবিধাজনক। আর জাতীয় নিরাপত্তাকেও আরো সুসংহত করবে। এর মাধ্যমে ভ্রমণকারীরা কিছু হারিয়ে ফেললেও পেতে কাউকে চিনতে সহজ হবে। প্রশাসনিক কাজ অনেক কমিয়ে দেবে। বরং এই সময়টুকু ভ্রমণকারীদের সম্পর্কে ভালভাবে জানা যাবে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন ওয়েবসাইট থেকে জানা যায়, প্রত্যেক আন্তর্জাতিক ভ্রমণকারী প্রবেশ এবং বাইরে যাওয়ার আগে মুখের ছবি নেওয়া হবে। নতুন এই ছবির সঙ্গে বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে পাসপোর্ট, ভিসা, অন্যান্য ডকুমেন্টে দেওয়া ছবি, এমনকি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। তবে ভ্রমণকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয় রক্ষা করা হবে।

Source & Photo: http://detroitnews.com


এ জাতীয় আরো খবর