শনিবার, মে ১৮, ২০২৪

মাধবপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সভা

  • মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
image

মাধবপুর, (হবিগঞ্জ) ২২ সেপ্টেম্বর : মাধবপুরে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে পুলিশের  উদ্যেগে আইনশৃংখলা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২২টি পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ,জনপ্রতিনিধি,সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে  থানা পুলিশ। থানার হল হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মজিব উদ্দিন তালুকদার, আওয়ামীগীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, সৈয়দ সোহেল, ফারুক আহম্মেদ ফারুল, পুজা উৎযাপন পরিষদের সভাপতি সুনিল দাস, সেক্রেটারী  লিটন রায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সভাপতি হরিষ চন্দ্র দেব,  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাদব রায়, বঙ্গবন্ধু পরিষদের সেক্রটারী আব্দুল কুদ্দুস চকদার, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া,  সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, সাংবাদিক আয়ুব খান  মিজানুর রহমান প্রমূখ।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূজা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা থাকলে সাথে সাথে পুলিশকে খবর দিতে হবে। কোন সন্দেহজনক ব্যক্তি ঘুরোঘুরি করলে তার দিকে নজরদারি করতে হবে। উপজেলার ১২২টি মণ্ডপে পূজা চলাকালীন সময়ে পুলিশ টহল দেবে এবং মণ্ডপগুলোতে আইন শৃংখলাবাহিনী নিয়োজিত থাকবে।


এ জাতীয় আরো খবর